সম্প্রতি কর্মকান্ড:
প্রশিক্ষণ বিষয়ক :
০১। গবাদিপশু হাসঁ-মুরগী পালন,প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক : বেকার যুবক ও যুবমহিলাদের গবাদি পশু গবাদি পশু হাসঁ-
মুরগী পালন,মৎস্য চাষ ও কৃষি বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কলাকেৌশল সম্পর্কিত ০৩ মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ প্রদান
এবং তাদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করাই এ কর্মসূচীর উদ্দেশ্য । যুবদেরকে প্রশিক্ষনের পাশাপাশি প্রকল্পে সম্পদ সংরক্ষণের
জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান দান করা হয় । প্রতিটি ব্যাচে ১০০ জন বেকার যুবক ও যুবমহিলাদেরকে ভর্তির মাধ্যমে আবাসিক
০২। পোশাক তৈরী: বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয় ।শিক্ষাগত যোগ্যতা ৮ম
শ্রেনী পাশ এবং ভর্তি ফি ৫০ টাকা ।
০৩। মৎস্য চাষ:বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্বৃদ্ধ করনের লক্ষ্যে ০১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ প্রদান করা হয় ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শেনী পাশ এবং ভর্তি ফি ৫০/- টাকা ।
০৪। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপলিকেশন কোর্স : বেকার যুবক ও যুবমহিলাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা
এবং একই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয় । শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এইচ,এস,সি
পাশ এবং ভর্তি ফি ১০০০/= টাকা ।
০৫। বেকার যুবদের কারিগরী প্রশিক্ষণ প্রকল্প : দেশের শিক্ষিত বেকার যুবদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে, দক্ষ মানব সম্পদে পরিনত করা
এবং স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য । এ প্রকল্পের আওতায় (ক)ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওর্য়ারিং (খ) ইলেকট্রনিক্স
(গ) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন । শিক্ষাগত যোগ্যতা নুন্যতম ৮ম শ্রেনী পাশ এবং ভর্তি ফি ৩০০/= টাকা ।
০৬। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরন প্রকল্প : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায়
প্রশিক্ষণ সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলে সম্প্রসারণ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প গ্রহন করা হয়েছে । স্থানীয় চাহিদা ভিত্তিক স্বল্প মেয়াদি
প্রশিক্ষণ কর্মসূচী যুবদের আত্মকর্মসংস্থান দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করায় বেকার যুবদের জন্য অধিক হরে প্রশিক্ষণ ও
আত্মকর্মসংস্থানের সুযোগ সূষ্টির বিষয়ে অধিকতর গুরত্ব আরোপ করে প্রতি বছর প্রতিটি উপজেলায় ৪৪০ জন বেকার যুবক এ যুবমহিলাকে
দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । স্কুল,মাদরাসা,ক্লাব,কলেজ ইউনিয়ন পরিষদ ইত্যাদি স্থানে প্রাপ্ত সুবিধা ব্যবহার করে
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় ।
০৭। ইম্প্যাক্ট প্রকল্প : গবাদি পশু ও মুরগী পালন বিষয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনকারীদের প্রকল্পের উচ্ছ্বিষ্ট ব্যবহারের মাধ্যমে গ্রাম
পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানী চাহিদা পূরন করা এ প্রকল্পে অন্যতম উদ্দেশ্য । চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা উপজেলার যুব উন্নয়ন
কার্যালয়ে এ প্রকল্পের কাযক্রম চালু রয়েছে ।
০৮। যুব সংগঠন নিবন্ধন : যুব সংগঠনসমূহকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার
লক্ষ্যে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব সংগঠনসমুহকে নিবন্ধন করা হচ্ছে ।
০৯।ঋণ সংক্রান্ত : (ক) প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের প্রকল্প গ্রহনের মাধ্যমে আত্মকর্মসংস্থান এর সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩০,০০০/= টাকা হতে
১,০০,০০০/= টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হয় ।
(খ) দারিদ্র বিমোচনের লক্ষ্যে পারিবারিক গ্রুপ/কেন্দ্র গঠন করে ১২,০০০/= টাকা হতে ২০,০০০/= টাকা পর্যন্ত ঋণ প্রদান করা
হয় (০৩ (তিন বছর মেয়াদী) ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS