Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

১৮-৩৫ বছর বয়সের বেকার যুবক ও যুব মহিলা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

০১। মৎস্য চাষ প্রশিক্ষণ (০১ মাস মেয়াদী) ভর্তি ফি-৫০/- টাকা।

০২। পোষাক তৈরী প্রশিক্ষণ (০৩ ও ০৬ মাস) ভর্তি ফি-৫০/- টাকা।

০৩। কম্পিউটার প্রশিক্ষণ (০৬ মাস মেয়াদী) ভর্তি ফি-১০০০/- টাকা।

০৪। ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ (০৬ মাস) ভর্তি ফি-৩০০/- টাকা।

০৫। ইলেকট্রনিক্স প্রশিক্ষণ (০৬ মাস) ভর্তি ফি-৩০০/- টাকা।

০৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ (০৬ মাস)-

      ভর্তি  ফি-৩০০/- টাকা।

০৭। গবাদী পশু হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষ প্রশিক্ষণ-(০৩ মাস )

     আবাসিক ভর্তি ফি-১০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা-৮ম শ্রেণী   

     পাশ। উপজেলা হতে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহ যুব

     প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়ে থাকে।

 

     প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান ও প্রকল্প ভিত্তিক সর্বোচ্চ ৫০,০০০/-টাকা পর্যন্ত উপজেলা কার্যালয়ের মাধ্যমে যুব ঋণ প্রদান করা হয়।