Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে চুয়াডাঙ্গা জেলার সার্বিক যুব কার্যক্রমের বিবরণঃ

 

১। (ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য : (জেলা কার্যালয়)

    ট্রেডের নাম                                           শিক্ষাগত যোগ্যতা            ভর্তি ফি        কোর্সের মেয়াদ                    এ পর্যন্ত অগ্রগতি

০১। পোশাক তৈরী                                     ৮ম শ্রেণি (নুন্যতম)              ৫০/-                           ০৩ মাস                                 ২১৬৪ জন

০২। মৎস্য চাষ                                          ৮ম শ্রেণি (নুন্যতম)            ৫০/-                           ০১ মাস                                    ৩৬৭৬ জন

০৩। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি           এইচ,এস,সি (নুন্যতম)         ১,০০০/-                      ০৬ মাস                                   ২২৪৩ জন

       এপ্লিকেশন কোর্স 

০৪। ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং             ৮ম শ্রেণি (নুন্যতম)             ৩০০/-                        ০৬ মাস                                    ৭০৯ জন

০৫। ইলেকট্রনিক্স                                        ৮ম শ্রেণি (নুন্যতম)            ৩০০/-                        ০৬ মাস                                    ৬০৭ জন

০৬। রেফ্রিজারেশন এ- এয়ারকন্ডিশন              ৮ম শ্রেণি (নুন্যতম)             ৩০০/-                        ০৬ মাস                                    ৫৭০ জন

০৭। গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক     ৮ম শ্রেণি (নুন্যতম)            ১০০/=                     ০৩ মাস                        ৩০০ জন                     

     চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক                                                                                                            মোট =১০২৬৯ জন

                                                                                                                                                                               

 (খ) অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য (০৪টি উপজেলা কার্যালয়)      ট্রেডের নাম                       শিক্ষাগত যোগ্যতা            ভর্তি ফি           কোর্সের মেয়াদ               এ পর্যন্ত অগ্রগতি

০১। পারিবারিক হাসঁ-মুরগী পালন         ৮ম শ্রেণি (সকল ট্রেড)              নাই                ০৭/১৪/২১ দিন                    ২৭২৯২ জন

০২। গরু মোটাতাজাকরণ

০৩। পারিবারিক গাভী পালন

০৪। ছাগল পালন

০৫। মৎস্য চাষ

০৬। পোশাক তৈরী

০৭। নকশী কাথা

০৮। ব্লক বাটিক

০৯। নার্সারী

১০। এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয় ।

 

 

২। (ক) ঋণ সংক্রান্ত তথ্য (আত্মকর্মসংস্থান)  : ০৪টি উপজেলাঃ

       যুব প্রশিক্ষণ প্রাপ্তরা প্রকল্প গ্রহনের মাধ্যমে ঋণের সুবিধা পেয়ে থাকে । ১ম দফায়- ৫০,০০০/- ২য় দফায়- ৮০,০০০/- এবং    ৩য় দফায় ১,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । নিশ্চয়তাকারীর জমির মূল দলিল অথবা চাকুরীজীবির জামিনদারের   মাধ্যমে ঋণ প্রদান করা হয় । ঋণর সার্ভিস চার্জ ১০% ।

 

   মোট ঋণ তহবিল    মোট উপকার ভোগীর সংখ্যা   মোট ঋণ বিতরণ     মোট ঋণ আদায়    আদায়ের হার      মোট সার্ভিস চার্জ আদায়

     ২,১৪,১২,১৩৮/-              ৪৪৩২ জন                 ১২,৭৪,৩২,১০০/-   ১০,৭০,৭৭,৩৭৪/-         ৯৯%                ১,৩৫,৩৮,৬০৪/-

 

(খ) ঋণ সংক্রান্ত তথ্য (পরিবার ভিত্তিক) : ০৩টি উপজেলা

         এ ঋণের ক্ষেত্রে কোন জামানত লাগে না । একই পরিবারে একাধিক সদস্য ও নিকট আত্মীয়দের মাধ্যমে গ্রুপ গঠণ করে এ ঋণ প্রদান করা  হয় ।  ১ম দফায়- ১০,০০০/- ২য় দফায়- ১৫,০০০/- এবং ৩য় দফায়- ২০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ঋণের সার্ভিস চার্জ সর্বসাকুল্যে ৫% আদায় করা হয় ।

 

মোট ঋণ তহবিল    মোট উপকার ভোগীর সংখ্যা     মোট ঋন বিতরন        মোট ঋণ আদায়     আদায়ের হার     মোট সার্ভিস চার্জ আদায়

২,৩৬,০৪,৩১৫/-              ১৬৬৪৪ জন            ১৯,৪১,৩৮,০০০/-     ১৮,৯৯,৪০,৪০৫৫/          ৯৮%              ১,৪৭,৯০,৮৭৫/-

 

(গ)  ঋণ সংক্রান্ত তথ্য (কর্মসংস্থান জোরদারকরন প্রকল্প) :

          যুব প্রশিক্ষণ প্রাপ্তরা প্রকল্প গ্রহনের মাধ্যমে ঋণের সুবিধা পেয়ে থাকে । ১ম দফায়- ৫০,০০০/- ২য় দফায়- ৮০,০০০/- এবং ৩য় দফায় ১,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদানকরা হয় । নিশ্চয়তাকারীর জমির মূল দলিল অথবা চাকুরীজীবির গ্রান্টার এর মাধ্যমে ঋণ প্রদান করা হয  । ঋনের সার্ভিস চার্জ ১০% ।

মোট ঋণ তহবিল   মোট উপকার ভোগীর সংখ্যা  মোট ঋণ বিতরণ   মোট ঋণ আদায়   আদায়ের হার    মোট সার্ভিস চার্জ আদায়

 ১৫,৩৬,১৩২/-              ৪৪ জন                   ১৩.৪৫,০০০/-         ৭,৫০,৪৭০/-        ১০০%               ৮৫,১৪১/-

 

 

৩। ইমপ্যাক্ট প্রকল্প ঃ  (Innovative Management of Resources for Poverty Alleviation Through Comprehensive Technology)  প্রকল্পে কার্যক্রমঃ দামুড়হুদা উপজেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য ২২৫ জন সদস্যকে ৫৩,৭৬,০০০/- টাকা ঋণ বিতরণ এবং ১৪,০০,০০০/- টাকা অফেরত যোগ্য ভর্তুর্কী প্রদান করা হয়েছে ।

 

৪। যুব প্রশিক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গাঃ প্রশিক্ষণ কেন্দ্রের সকল কাজ সম্পন্ন হওয়ায় ৩ মাস মেয়াদী গবাদি পশু, হাসঁ-মুরগী

     পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ আবাসিক ভাবে  পরিচালিত হচ্ছে ।

 

 ৫। তালিকা ভুক্ত যুব সগঠনের সংখ্যাঃ ১৪৪টি ।

 

 ৬। নেট ওর্য়াকিং প্রকল্পে আওতায় ১২টি যুব সংগঠনকে বিনামূল্যে কম্পিউটার ও প্রিন্টার প্রদান করা হয়েছে ।

 

৭। অনুদান সংক্রান্ত তথ্য :  উন্নয়ন খাতে মোট ১০৯টি যুব সংগঠনের মাঝে ১৬,৫০,০০০/-টাকা যুব কল্যাণ তহবিল হতে

     অনুদান বিতরণ করা হয়েছে ।

 

৮। বৃক্ষরোপনঃ ফলজ ২২৪৮০টি বনজ ৯৮৩৯ ঔষধী ৪১৯৬ মোট ৩৬৫১৫টি ।

 

৯।  জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত : ০১ জন

 

 

(মাসুম আহামেদ)

উপ-পরিচালক

     যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা ।