Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকা :

 

** বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ:

ক) প্রাতিষ্ঠানিক:

          ১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

          ২। পোশাক তৈরী প্রশিক্ষণ:

          ৩। মৎস্য চাষ।

          ৪। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স।

          ৫। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং  কোর্স ।

          ৬। ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ কোর্স ।

          ৭। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়্যারিং কোর্স ।

 

খ) অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান):

  • পারিবারিক হাঁস মুরগি পালন
  • গরু মোটা-তাজা করন ।
  • গাভি পালন ।
  • বসত বাড়ীতে সব্জি চাষ ।
  • নার্সারি বনায়ন ।
  • ছাগল পালন ।
  • মৎস্য চাষ ।
  • পোশাক তৈরী।
  • বিউটিফিকেশন এন্ড হেয়ারকাটিং।
  • হস্তশিল্প (পাটজাত পণ্য তৈরী, নকশী কাঁথা, ফুল তৈরী)
  • এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়।

 

** প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মধ্যে ঋণ প্রদান করা।

** যুব সংগঠন তালিকা ভূক্তিকরণ।

** যুব সংগঠনকে অনুদান প্রদান।

** সার্ক ইয়থ এওয়ার্ড।

** কমনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান।

 

 

 

উপ-পরিচালকের কার্যালয়

নূরনগর-জাফরপুর (চুয়াডাঙ্গা - ঢাকা রোড)

চুয়াডাঙ্গা ।

টেলিফোন: +৮৮-০৭৬১-৬২৮৭১ ।

E-mail: dddydchuadanga@gmail.com